বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণের নতুন সিনেমা ‘দে দে প্যায়ার দে টু’ মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিসে সফলতার সাক্ষর রেখেছে। গত ১৪ নভেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি প্রথম দুই দিনে ২১ কোটি রুপি আয় করেছে, যা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে আশার সঞ্চার করেছে।
প্রথম দিনেই সিনেমাটি ৮.৭৫ কোটি রুপি আয় করে। পরের দিন, অর্থাৎ শনিবার, আয় বেড়ে ১২.২৫ কোটি রুপি হয়েছে। এই পরিসংখ্যান দেখিয়ে ধারণা করা হচ্ছে, রোববারেও ছবিটি ভালো ব্যবসা করবে।
‘দে দে প্যায়ার দে টু’ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের ছবির সিক্যুয়েল। প্রথম ছবিতে অজয় দেবগণ এবং রাকুল প্রীত সিংয়ের মধ্যে একটি প্রেমের গল্প এবং পারিবারিক জটিলতা তুলে ধরা হয়েছিল। এবারের কিস্তিতে অজয়ের চরিত্রটি রাকুল প্রীতের বাবা-মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যা নানা মজার ও নাটকীয় পরিস্থিতির জন্ম দেয়।
সিনেমাটিতে রাকুল প্রীতের বাবার চরিত্রে অভিনয় করেছেন আর. মাধবন, যিনি তার মেয়ে এবং অজয়ের সম্পর্ককে মেনে নিতে পারেন না এবং নানা কৌশল অবলম্বন করেন। ছবির গানে আগেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে, যা মুক্তির আগেই আড়ালে ছিল।
চলচ্চিত্রটির আয় এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এটিকে আরো সফল হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।