নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গভবন এলাকায় রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে সাময়িকভাবে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই দিন বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিতে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, কূটনৈতিক প্রতিনিধি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা বঙ্গভবনে উপস্থিত থাকবেন। এ কারণে নিরাপত্তা ও যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্দিষ্ট সময়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষকে নির্ধারিত এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার এবং যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সাময়িক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা এবং রাজউক ক্রসিং পর্যন্ত কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারবে না। মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখেও যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা এলাকা থেকে রাজউক ও গুলিস্তানমুখী সব বাসকে দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেস ক্লাব এলাকা হয়ে অথবা বিকল্প সুবিধাজনক সড়ক ব্যবহার করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। একইভাবে জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশ সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থেকে যানবাহন নিয়ন্ত্রণ ও বিকল্প পথে যান চলাচল পরিচালনা করবে। এ সময় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চালকদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর এ দিনটি উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত বঙ্গভবন ঘিরে আয়োজিত অনুষ্ঠানগুলোতে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের উপস্থিতি থাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবেই নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নগরবাসীর স্বাভাবিক চলাচলে ভোগান্তি কমাতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত এলাকায় অপ্রয়োজনীয়ভাবে প্রবেশ না করা, বিকল্প সড়ক ব্যবহার করা এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ আশা প্রকাশ করেছে, নগরবাসী ও সড়ক ব্যবহারকারীদের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।