নিজস্ব প্রতিবেদক
এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারার অধীনে জনশৃঙ্খলা রক্ষার জন্য বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
নির্ধারিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে জসিমউদ্দিন রোড, এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, পূর্বাচল, এভারকেয়ার হসপিটাল, এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল এবং গুলশান নর্থ এভিনিউ পর্যন্ত যেখানে তার বাসভবন অবস্থিত।
ডিএমপি আরও জানিয়েছে, অনুমোদনবিহীন ড্রোন উড়ানোর ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনশৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের এই নির্দেশনা অনুযায়ী, উক্ত এলাকায় কোনো ধরনের ড্রোন উড়ানো হলে তা আইন অনুযায়ী দণ্ডনীয় হবে।