1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন উদ্যমে তারেক রহমানের অফিস শুরু গুলশানে সৌদি আরব থেকে সর্বাধিক ভারতীয় নাগরিক ফেরত পাঠানোর তথ্য প্রকাশ ৮টি রাজনৈতিক দলের জরুরি সংবাদ সম্মেলন, বিকালে জাতীয় প্রেসক্লাবে মেঘালয়ে হাদির হত্যাকাণ্ডের দুই সহযোগী গ্রেপ্তার, তদন্তে নতুন তথ্য “দেশ অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সাবধান থাকতে হবে” :মির্জা ফখরুল ঢাবিতে হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে অন্তর্বর্তী সরকার: এবি যুবায়ের এনসিপির একাংশ বিএনপির সাথে আলোচনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত হিসেবে মনোনীত বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে অংশগ্রহণ কমে গিয়ে ১.২২%–এ নেমেছে

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামে এটি ছিল প্রথম মনোনয়নপত্র জমাদান।

এ বিষয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করেছে। তার দেশে ফিরে আসার পর থেকে দেশের রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু হতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।’

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গত শনিবার পর্যন্ত চট্টগ্রামে ১৯২ প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। তবে, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। গত শনিবার দুটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সীতাকুণ্ড আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং হালিশহর-ডবলমুরিং আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সরিয়ে বন্দর-পতেঙ্গা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ডবলমুরিং আসনে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচনী প্রচারণার জন্য আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি, চট্টগ্রামের স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিবেচনায় আলাদা ইশতেহার তৈরি করা হবে।’

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com