নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিংয়ের জয়েনাল মার্কেট নতুন গেট এলাকায় শনিবার দিবাগত রাতে ট্রেনের ধাক্কায় মো. নাজমুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাজমুল ইসলাম উত্তরখান এলাকার একটি গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচা রাত ৮টার দিকে বাসায় ফেরার সময় উত্তরা হাউজ বিল্ডিং জয়েনাল মার্কেট নতুন গেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত নাজমুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার নূর নবীর সন্তান। পরিবার নিয়ে তিনি বর্তমানে উত্তরখান এলাকায় বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া, বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলওয়ে থানা দুর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

