ক্রীড়া প্রতিবেদক
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। রাফিনিয়ার জোড়া গোলে রুদ্ধশ্বাস ম্যাচে জয়লাভ করে কাতালানরা, যা এই প্রতিযোগিতার ইতিহাসে তাদের ১৬তম শিরোপা।
ফাইনালের প্রথমার্ধেই নাটকীয়তা দেখা দেয়। ৩৬তম মিনিটে রাফিনিয়ার একক আক্রমণে বার্সেলোনা এগিয়ে গেলে যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় সমতা ফেরে রিয়াল মাদ্রিদ। এরপর রবার্ট লেভানদোস্কি বার্সেলোনাকে আবার এগিয়ে নিলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে গঞ্জালো গার্সিয়ার গোল ম্যাচকে ২-২ সমতায় নিয়ে আসে।
দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ গড়ে সুযোগ তৈরি করে। ৭৩তম মিনিটে রাফিনিয়া জয়সূচক গোল করেন। শট নেওয়ার সময় তার পা হড়কে গেলে বলটি রিয়াল ডিফেন্ডারের শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে জালে পৌঁছে। রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়া এই গোল আটকাতে পারেননি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
ম্যাচের শেষ দিকে চোট কাটিয়ে নামা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বদলি হিসেবে নেমেও দলকে সমতায় ফেরাতে পারেননি। ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, ‘আমরা সবটুকু দিয়েছি। এমন একটি জয়ের খুব প্রয়োজন ছিল আমাদের।’ রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘এটা শুধু একটি ম্যাচ। আমাদের দ্রুত সামনে তাকাতে হবে এবং মনোবল ফিরে পেতে হবে।’
সেমিফাইনালে বার্সেলোনা ৫-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে উঠেছিল। রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জয় পায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হিসেবে আট মৌসুম পর আবারও সুপার কাপ জয় করেছে। বর্তমানে লিগে চার পয়েন্ট ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনার এই ১৬তম শিরোপা স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের ১৩টি শিরোপার চেয়ে বেশি।