মোস্তাফিজুর রহমান টিটু/ নুরুল ইসলাম, টঙ্গী থেকে ॥ টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে আমিন আল্লাহুমা আমিন ধ্বনিতে মুখরিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্ব। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার তৌফিক কামনা করা হয়। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে ক্ষমা ভিক্ষা করছিলেন মুসল্লিরা। ক্ষমা লাভের আশায় লাখো মানুষের সঙ্গে একত্রে হাত তুলতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন তারা ভোর থেকেই। বহু মানুষের অংশগ্রহণে ইহলোকের মঙ্গল, পরলোকের ক্ষমা, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করা হয় তবলিগ জামাতের ৫৫তম বিশ্ব এজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে। এর আগে হেদায়েতি বয়ান করা হয়। মাওলানা জোবায়ের অনুসারী প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের এজতেমা হবে আগামী ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। রবিবার আখেরি মোনাজাতের আগে আগামী বছর (২০২১ সালে) জোবায়ের অনুসারীদের এজতেমা দু’পর্বে আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে।
বাংলাদেশের তবলীগ মারকাজের কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমদ ছোট ছোট বাক্যে আরবী-উর্দু ও বাংলা ভাষায় ৩৯ মিনিটব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন। এবারের বিশ্ব এজতেমার এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনার দায়িত্ব পড়ে তার ওপর। তিনি বেলা ১১টা ৭ মিনিট থেকে মোনাজাত শুরু করেন এবং তা চলে বেলা ১১টা ৪৬ মিনিট পর্যন্ত। ৩৯ মিনিটব্যাপী মোনাজাতের মধ্যে প্রথম ১৮ মিনিট পবিত্র কোরানের আরবী আয়াত এবং পরের ২১ মিনিট বাংলা ও উর্দু ভাষায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত শুরু হতেই পুরো এলাকা জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। খানিক পর পর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনুতপ্ত মানুষের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অনুনয়-বিনয় করে আল্লাহর সন্তুষ্টি লাভে পানাহ ভিক্ষা করছিলেন তারা। ক্ষমা লাভের আশায় ধনী-গরিব-শ্রমিক-মালিক নির্বিশেষে সর্বস্তরের লাখো মানুষের সঙ্গে একত্রে হাত তুলতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন তারা ভোর থেকেই। বহু মানুষের অংশগ্রহণে ইহলোকের মঙ্গল, পরলোকের ক্ষমা, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে তবলিগ জামাতের বিশ্ব এজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে রবিবার। এবারের প্রথম পর্বের আখেরি মোনাজাতে প্রায় ২০ লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।