টঙ্গী প্রতিনিধি ;
এর আগে আজ ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে যেতে থাকেন। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।
এর আগে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমবয়ান করেন দিল্লির মুরব্বি মুফতি ওসমান। বাংলায় তর্জমা করেন মুফতি আবদুল্লা মুনছারী।
ইজতেমায় আগত মুসল্লিরা ফজরের পর থেকেই তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন। ইজতেমা শেষে তারা তাবলিগের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য জামাত নিয়ে বেরিয়ে পড়বেন। এ লক্ষ্যে ইজতেমা থেকে বিভিন্ন মেয়াদে জামাত গঠন করা হবে।