আসছে ফাল্গুন
বুঝবে বায়ু বয়ে মন্থর।
দুরু দুরু হিয়া
গায়ছে গান রাঙিছে অন্তর।
স্বপ্ন তোমায় ডাকে
মনের কুয়াশা চায় নিতে বিদায়।
তুমিই তো জানো বেশ
আয়নায় ভেঙছি কাটার দিন শেষমেষ যায়।
আয়নায় আজ মন ভরে না
তুমি দেখো নানা ফুলের বিচিত্র সাজ।
ফড়িংয়ের পিছে ছুটছো নরম আলোয়
হৃদয়ে যৌবনের ঢেউ মন বলে তাকে খোঁজ।