ইভ্যালি নিয়ে শুধু দুদক নয়, অন্য সংস্থাগুলোও কাজ করছে জানিয়ে মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, অন্য সংস্থাগুলোর তদন্তের অগ্রগতি, তাদের পদক্ষেপগুলোও অনুসন্ধানের স্বার্থে আমলে নেবে দুদক।
ইভ্যালির মাধ্যমে মানি লন্ডারিং–সংক্রান্ত অপরাধ বা জনগণ বা রাষ্ট্রের অর্থ আত্মসাতের বিষয়টি কতটুকু হয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান দুদক সচিব।বিস্তারিত