ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও বক্তব্য শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে মোহাম্মদ রুহুল আমিন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রুহুল আমিন হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। কিশোরগঞ্জ শহরের হয়বতনগর ফিসারী সড়কের একটি ভাড়া বাসায় তিনি বসবাস করেন।
এ ব্যাপারে শনিবার রাতেই প্রভাষক রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। হোসেনপুর থানার উপ-পরিদর্শক বাদল তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।