রফিকুল ইসলাম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. হেদায়েতুল আলম। তৃতীয় ধাপে এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নৌকার মনোনয়ন পাওয়া মো. হেদায়েতুল আলমের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মো. হেদায়েতুল আলম। কিন্তু তার বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও দুর্নীতি, সিরাজগঞ্জ রোড গোলচত্বরের নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ, চেইন মাস্টার নিয়োগ ও দোকানপাট বসিয়ে টাকা আদায়, মৎস্য আড়তের নিয়ন্ত্রণ, অন্যের জায়গা দখলসহ নানামুখী অভিযোগের কারণে আলমের প্রার্থিতা বাতিল করে দেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা।