বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।
আজ ইউনিভার্সিটি অভ্ উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
স্পিকার বলেন, দেশের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী শিক্ষার প্রসারের কোন বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, ঝরে পড়া রোধে পদক্ষেপ গ্রহণ, বৃত্তি ও উপবৃত্তি প্রদান এবং শিক্ষাট্রাষ্ট গঠনের মাধ্যমে প্রণোদনা দিয়ে যাচ্ছে যা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে মেধা ও যোগ্যতার স্বাক্ষর এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ছাত্র জীবন, জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। ছাত্র জীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। জ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ইউনিভার্সিটি অভ্ উইমেন্স ফেডারেশন কলেজের গভর্নিং বডির সভাপতি সাহানারা আব্দুল্লাহ এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন ও সাবেক অধ্যক্ষ রাশিদা হোসেন বক্তৃতা করেন।