তুমি অবলিলায় স্বাপ্নিক হয়ে উঠলে
তোমার হৃদয় লজ্জায় হেসে উঠলো
অসম্ভব সুন্দর তোমাকে চুমু দিয়ে গেলো
ফুলেরা প্রেম বিলিয়ে সৌরভ ছড়ালো।
রাজকুমারী’র বাসরে মৃদুমন্দ বাতাস
মন তার চঞ্চল উজার হবে –
জমে থাকা রাজকীয় অহঙ্কার
প্রকৃতির গহীন সবুজ হবে না বিজন।
তোমার চোখে নতুন সকালের হাসি
হৃদয়ের পড়তে পড়তে খেলা করে শিহরণ
কি হবে রাজকুমারী হয়ে যদি না থাকে প্রেম
তুমি বেঁধেছো সঙ্গীত শিউলি ঝরা শিশির।
এই যে এক রঙা হলে একরোখা
কি হবে বহু রঙে বিশ্বাসের ক্ষয়ে?
ভুলে গেছো বৈচিত্র এককই সুন্দর
এমনিই উষ্ণ অনুভব হৃদয় থেকে হৃদয়ে।
s