1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার ও লিওনেল মেসির সাক্ষাৎ, জার্সি উপহারের মাধ্যমে পারস্পরিক সম্মান রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত উত্তর বাড্ডায় চলন্ত বাসে অগ্নিসংযোগ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো বাংলাদেশের অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত সড়ককেন্দ্রিক উন্নয়নে ভারসাম্যহীনতা, রেল ও নৌপথে কৌশলগত সংস্কারের তাগিদ শহিদ বুদ্ধিজীবী হত্যার বিচার না হওয়া নিয়ে জামায়াত নেতার অভিযোগ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা জামায়াতের হাদির মতো ঘটনা আরো ঘটতে পারে বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

বিশ্ববাজারে টানা ৪ দিন ধরে তেলের দাম কমছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৪৮ বার দেখা হয়েছে

২০২০ সালের ডিসেম্বর মাস থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। ওই সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪২ ডলার থাকলেও চলতি বছরের (২০২১) ২৭ অক্টোবর প্রতি ব্যারেল ৮৫ ডলার ছাড়িয়ে যায়। এরপর একটু একটু করে কমে গত ১০ নভেম্বর ৮৪ দশমিক ৫০ ডলারে নেমে আসে। তবে বিশেষ করে গত ৪ দিনের ব্যবধানে তেলের দর ব্যারেলপ্রতি ৪ ডলারের মতো কমে রোববার ৮০ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়ানোর পরিকল্পনা করেছে। আর এ খবরে গত সপ্তাহের উত্তাল জ্বালানি তেলের বাজার নিম্নমুখী হয়েছে।

আন্তর্জাতিক বাজারে চলতি বছরের (২০২১) জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম ছিল গড়ে প্রতি ব্যারেল ৪৯ ডলার। ফেব্রুয়ারি মাসে ৫৩ ডলার, মার্চে ৬০, এপ্রিলে ৬৫, মে মাসে ৬৪, জুনে ৬৬ ডলার, জুলাইয়ে ৭৩ ডলার এবং আগস্টে গড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭৪ ডলার। কিন্তু অক্টোবর মাসে এই দাম ৮৫ ডলার ছাড়িয়ে গেলেও নভেম্বর থেকে কমতে শুরু করে। সূত্র: রয়টার্স

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com