1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

এলজিইডিতে বিজয় মেলার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৭৫ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার বিভাগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলা আজ আগারগাঁও এলজিইডি সদর দপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক মেলার উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এ এস এম মাহবুবুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মোঃ রশিদুল হকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিটি দপ্তর ও সংস্থা জনগণের সেবায় নিযুক্ত। এ প্রতিষ্ঠানসমূহ দিন দিন সেবার মাধ্যমে জনগণের কাছে বিশ^স্ততা অর্জন করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাদের কাজের মাধ্যমে উন্নয়ন কর্মকা-ের রোলমডেল হিসেবে পরিণত হয়েছে।
মেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, ঢাকা ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ অন্যান্য দপ্তর ও সংস্থা অংশ নেয়। মেলায় মোট ১৯টি স্টল স্থান পায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com