নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নিজের দেশকে ভালবাসতে হবে। জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে পাবলিক মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণকালে একথা বলেন।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২৪ হাজার ৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৪০৯টি বই এবং মাধ্যমিক পর্যায়ের ৩২ হাজার ১৪২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪ লাখ ৩ হাজার ৩০০টি বই বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, ১০০ ভাগ শিক্ষিত জনগোষ্ঠী তৈরিতে সরকার কাজ করছে। স্কুলের সব ছাত্রছাত্রী যাতে পড়াশোনার সুযোগ পায় ও গরিব পরিবারের সন্তানরা যাতে অর্থাভাবে নতুন বই থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার সবাইকে নতুন বই প্রদান করছে।
খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি এসময় ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আরো দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী পরে কেশবপুরের ৮৩ গরিব পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা প্রদান করেন এবং শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উম্মোচন এবং নির্মান কাজ উদ্বোধন করেন।