1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থবছরের শেষ ৬ মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের আশাব্যঞ্জক লক্ষণ : জিইডি জুলাই কন্যা সম্মেলন ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন মোহাম্মদ সালাহকে স্কোয়াডের বাইরে রেখে ইন্টার মিলান ম্যাচে নামছে লিভারপুল কসমোপ্রফ-ভারত ২০২৫-এ বাংলাদেশি কসমেটিকস পণ্যের সফল প্রদর্শন বেগম রোকেয়ার আদর্শে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যায় আজ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর স্থাপনায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত বহু হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চাওয়ার রিট উত্থাপিত হয়নি, আবেদন খারিজ

দ্বিতীয় পর্যায় খানা তথ্য ভা-ার শুমারির তথ্য সংগ্রহের কাজ শুরু ১৪ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ১৩৪ বার দেখা হয়েছে

আগামী ১৪ জানুয়ারি হতে শুরু হচ্ছে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেজ (এনএইচডি) প্রকল্পের তথ্যভা-ার শুমারির দ্বিতীয়পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ। এটি চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাসহ মোট ২৫টি জেলায় ১ কোটি ৬০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এভাবে তিনপর্যায়ে সারাদেশ থেকে প্রায় ৩ কোটি ৬০ লাখ খানা থেকে সাক্ষাৎকারের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।
আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক আমীর হোসেন ও এনএইচডি প্রকল্পের পরিচালক শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই প্রথমপর্যায়ে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় ৮৬ লাখ ৯ হাজার পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দ্বিতীয়পর্যায় ২৫ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। তৃতীয়পর্যায় সিলেট, খুলনা বিভাগের ২২ জেলায় তথ্য সংগ্রহ করা হবে। সারাদেশ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে খানা তথ্যভা-ার গড়ে তোলা হবে। যেসব মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে তারা এই তথ্যভা-ার থেকে তথ্য নিয়ে সুবিধাভোগী নির্বাচন করবে। এর ফলে দ্বৈততা পরিহার করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৭শ’ ২৭ কোটি ৩৫ লাখ টাকা।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এ তথ্যভা-ারের মাধ্যমে দারিদ্র্যপ্রবণ জনগোষ্ঠীকে চিহ্নিত করা হবে। ধনীদরিদ্রের বৈষম্য কমাতে দারিদ্র্যমোচনে সম্পদ হস্তান্তর সংক্রান্ত যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেগুলোর সঠিক বাস্তবায়ন সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com