1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতামূলক প্রচার করার দাবি- আমিনুল ইসলাম বুলু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ বার দেখা হয়েছে

জনস্বার্থ  রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ  মোবাইল ফোন রিচার্জ  ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন –  মঙ্গলবার সারা বিশ্বের বিভিন্ন দেশে ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ (Safe Internet Day) পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল স্বাস্থ্যকর এবং আরও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা (Healthy and more secure online experience) প্রচার করা। বর্তমান সময়ে অনলাইনের প্রভাব পড়েছে আট থেকে আশির ওপর। অনেকেই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ফ্রিক (Social media freak)। সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যে শুধুই ভালো অভিজ্ঞতা দেয় তেমনটা নয়। নানা সময় সোশ্যাল মিডিয়ার (Social media) মাধ্যমে সমস্যাও তৈরি হয়।

তাই একটি ভাল অনলাইন বিশ্ব (The online world) তৈরি করার লক্ষ্যে প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় মঙ্গলবার ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ (Safe Internet Day) পালন করা হয়। যেহেতু ভারতে প্রতি বছর সাইবার ক্রাইম মামলার সংখ্যা বহুগুণ বেড়ে চলেছে, তাই ডিজিটাল বিশ্ব (The digital world) শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে৷ আপনার বাচ্চারা অনলাইনে অনেক কিছু শিখছে, ভিডিও দেখছে বা ভিডিও গেম খেলছে, তারা অল্প বয়সেই নেটিজেন হয়ে উঠছে। সেক্ষেত্রে এই অনলাইন বিশ্ব প্রতিটি মা-বাবার জন্য নতুন চ্যালেঞ্জ উপস্থাপন করে। তাই অনলাইন বিশ্ব ব্যবহারের সাথে সাথে এটি সম্পর্কে সচেতনও থাকতে হবে। সম্ভাব্য ক্ষতি কমাতে এবং আপনার বাচ্চাদের অনলাইনে নিরাপদ রাখতে  অনলাইন ঝুঁকি, সাইবার নিরাপত্তা সম্পর্কে বাচ্চাদের শেখান  উচিত বলে মনে করেন ।

বুলু আরো বলেন-   সাইবার নিরাপত্তা (Cyber security) সম্পর্কে আপনার বাচ্চাদের সাথে খোলামেলা আলোচনা করুন। সাইবারক্রুকস (Cybercrooks) বাচ্চাদের তাদের ব্যক্তিগত বিবরণ প্রকাশে প্রতারণা করতে পারে। তাদের বোঝাতে হবে যে ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ বা ঠিকানা, বিশেষ করে অপরিচিতদের কাছে প্রকাশ করবেন না। যদি আপনার বাচ্চারা সন্দেহজনক কার্যকলাপের সম্মুখীন হয়, তাহলে তাদেরকে অবিলম্বে আপনাকে বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে সেই বিষয়ে জানাতে বলুন। যদি আপনার সন্তানের অনলাইন ক্রিয়াকলাপ বা সাইবার বুলিং (Cyber bullying)-এর অভিজ্ঞতা হয় তাহলে সতর্ক থাকুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com