1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেঘালয়ে হাদির হত্যাকাণ্ডের দুই সহযোগী গ্রেপ্তার, তদন্তে নতুন তথ্য “দেশ অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সাবধান থাকতে হবে” :মির্জা ফখরুল ঢাবিতে হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের জামিন দিচ্ছে অন্তর্বর্তী সরকার: এবি যুবায়ের এনসিপির একাংশ বিএনপির সাথে আলোচনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত হিসেবে মনোনীত বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে অংশগ্রহণ কমে গিয়ে ১.২২%–এ নেমেছে বিপিএল ২০২৫-এ মেহেদি হাসান রানার হ্যাটট্রিক: প্রথমবারের মতো সিলেটে রেকর্ড মেসির শেষ বিশ্বকাপের জন্য ‘এল উলতিমো ট্যাঙ্গো’ বুট উন্মোচন, গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া রানের বন্যা: ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে কেপটাউনের ১৫ রানে পরাজয়, রিকেলটনের ঝড়ো ইনিংস ব্যর্থ

ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৩৭ বার দেখা হয়েছে

দেশের ছয় বিভাগে আগামী দুই দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে গরম অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রংপুর ও সিলেটেও বৃষ্টি হয়েছে। রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com