আওয়ামী লীগ সরকার ২০০১ সালে ১২টি স্থলবন্দরের গেজেট প্রকাশ করে। ২০০৯ সালে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১২টি থেকে ২৩টি স্থলবন্দর প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে ৯টি চালু করা হয়েছে। স্থল, নৌ ও সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন এবং গতিশীল করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় সোনারগাঁও হোটেলে ‘এড্রসিং ল্যান্ড পোর্ট ইস্যুজ ফর বেটার ইন্দো-বাংলা ট্রেড’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সাইকা (অফধৎংয ঝধিরশধ), ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক করিম এবং চেম্বারের সহসভাপতি শোয়েব চৌধুরী।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।