মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রচারিত বাল্য বিবাহবিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপন চিত্রটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে। গত ২৭ এপ্রিল সিঙ্গাপুরের ফোর সিজন হোটেলে এপেক (এশিয়া প্যাসেফিক) এই এওয়ার্ড ঘোষণা করে। ১৯০ টি পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এই প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। এর মধ্যে গোল্ড, সিলভার ও ম্যাটাল তিন ক্যাটাগরিতে এওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে ‘আওয়াজতোল’ ক্যাম্পেইনটি সিলভার এওয়ার্ড অর্জন করে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ‘এপেক ইফি এওয়ার্ড’ পাওয়ার বিষয়ে বলেন, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে প্রচারণার কোনো বিকল্প নাই আর এ প্রচারণা হতে হবে শৈল্পিক। তবেই সেই প্রচারণা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখবে। বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপনটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করায় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয়েছে। এ জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গর্বিত বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন।