বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ চেয়ারপার্সন ও ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং ফোরামের বর্তমান চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ভারতের মধ্য প্রদেশের লেজিলেটিভ এসেম্বলির স্পিকার সিতাশরণ শর্মা ( ঝরঃধংযধৎধহ ঝযধৎসধ) গতকাল স্পিকারের হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় স্মরণ করেন।
মধ্য প্রদেশের স্পিকার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাক্ষাৎকালে তাঁরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলির বিষয়ে মতবিনিময় করেন। স্পিকার বলেন, আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ এর ১৩৬তম এসেম্বলিতে বিশ্বের ১৭১ দেশের প্রায় ১৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এসেম্বলির সার্বিক প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। তিনি ভারত থেকেও একটি প্রতিনিধিদল উক্ত এসেম্বলিতে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৭ ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং’ ঝঁসসরঃ ড়হ অপযরবারহম ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং (ঝউএং) এ অংশগ্রহণের জন্য বর্তমানে ভারতের ইন্দোরে অবস্থান করছেন।