1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওসমান হাদির মৃত্যুর দায় সরকারের: রুমিন ফারহানা শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতার মৃত্যু শহিদ ওসমান হাদির মরদেহ কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি ছায়ানট ভবনে হামলা ও লুটপাট: সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত হবে হামলাকারীরা তারে্ক রহমান ট্রাভেল পাস পেয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ শহিদ ওসমান হাদির বিচারের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ শফিকুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকের প্রশ্ন: একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার দাবি রাশিয়ার নতুন হাইপারসনিক ও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন

সব সম্পদ দান করবেন বিল গেটস, থাকতে চান না শীর্ষ ধনীর তালিকায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৫৫ বার দেখা হয়েছে

দীর্ঘ কয়েক বছর বিশ্বের শীর্ষ ধনী থাকা বিল গেটস একসময় এ দৌড়ে পিছিয়ে যান তাঁর বিপুল দানের কারণে। এবার তিনি সব সম্পদ দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। থাকতে চান না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েক দিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তাঁর কর্তব্য। এ সময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি। তা ছাড়া তিনি তাঁর সব সম্পদ ফাউন্ডেশনে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমি কার্যত আমার সব সম্পদ ফাউন্ডেশনে দান করে দেওয়ার পরিকল্পনা করেছি। এভাবে শীর্ষ ধনীদের তালিকা থেকেও সরে যেতে চাই। ’ কভিড শুরু হওয়ার পর থেকে বিল গেটস ব্যাপকভাবে আলোচিত দরিদ্র দেশগুলোর মানুষের জন্য টিকা প্রদানে অর্থায়ন করার জন্য।

বিবিসির বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০১০ সালেও বিল গেটস এ ধরনের অঙ্গীকার করেন। তারপর তাঁর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনা মহামারি, জলবায়ু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁর ফাউন্ডেশন অনুদান ছয় বিলিয়ন থেকে ৯ বিলিয়নে উন্নীত করবে বলেও সম্প্রতি জানান তিনি।

সূত্র : সিএনবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com