1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৬ বিশ্বকাপের ড্র ও সূচি ঘোষণায় ট্রফি স্পর্শবিষয়ক বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা ফিফার বার্সেলোনার গোলবন্যায় রিয়াল বেটিস পরাস্ত ভারত–রাশিয়া ঘনিষ্ঠতা বাড়ছে যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতার কারণে: পেন্টাগনের সাবেক কর্মকর্তা নূর সিনেমা ওটিটিতে মুক্তির আগে আলোচনায় শুভ–ঐশীর অভিনয় নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কওমি সনদের অন্তর্ভুক্তি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে রায়েরবাজারে মরদেহ উত্তোলন শুরু বিএনপি মহাসচিবের দাবি—ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের বৈঠক তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়–বিরোধী আপিলের শুনানি শুরু মন্দিরা চক্রবর্তীর নতুন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভক্তদের আগ্রহ

দুর্ঘটনার ১০ দিন পর বসল জেব্রা ক্রসিং-হাম্প

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ১২১ বার দেখা হয়েছে

সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার ১০ দিন পর গতকাল বুধবার ওই স্কুলের সামনের সড়কে জেব্রা ক্রসিং ও হাম্প (অনুচ্চ ও প্রশস্ত গতিরোধক) বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, নিরাপদে সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিং ও গতিরোধক দেওয়া হবে। ডিএনসিসির আওতাধীন এলাকায় মূল সড়কের পাশে যেখানে যতগুলো গতিরোধক প্রয়োজন, তা বসানো হবে। মূল সড়কের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জেব্রা ক্রসিং ও হাম্প বসানো হবে। ডিএনসিসির প্রকৌশল বিভাগ ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসাবে।

গতকালের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্যানেল মেয়র মোস্তফা জামাল, আলেয়া সারোয়ার ডেইজী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিনসহ এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা।
প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, এক বছরের মধ্যে যতগুলো নতুন সড়ক তৈরি করা হয়েছে, সেগুলোয় জেব্রা ক্রসিং ও গতিরোধক ঠিক আছে। তবে পুরোনো অনেক সড়কে জেব্রা ক্রসিংয়ে মার্কিংগুলো (সাদা দাগ) হালকা হয়ে গেছে। সেগুলোও ঠিক করে দেওয়া হবে। তিনি বলেন, নিরাপদে যাত্রী পারাপার এবং সড়ক দুর্ঘটনা বন্ধ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব স্থানে জেব্রা ক্রসিং ও গতিরোধক হাম্পগুলো স্থাপন করা হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যানজট এড়াতে ডিএনসিসির জেব্রা ক্রসিং ও গতিরোধক হাম্পগুলো রাতের বেলায় তৈরি করা হবে।

ক্যান্টনমেন্ট থানার খিলক্ষেত এলাকায় হোটেল র‍্যাডিসন ব্লুর সামনের সড়কে গত ২৯ জুলাই বাসের জন্য অপেক্ষারত দুই শিক্ষার্থীকে চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। নিহত দুই শিক্ষার্থী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ত। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন জেলায় ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে।
আরও সংবাদ
বিষয়:

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com