1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপির মহাসচিবের মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা ও শপথ বিশ্ব রেকর্ড গড়ল ৫৪ প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: তারেক রহমান ভারতীয় প্রধানমন্ত্রী মোদির ‘বিজয় দিবস’ মন্তব্যে বাংলাদেশ উল্লেখ নেই গণতন্ত্র ও জবাবদিহিভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথে নতুন যাত্রার প্রত্যাশা: রিজওয়ানা হাসান বিজয় দিবসে বঙ্গভবনকেন্দ্রিক কর্মসূচি উপলক্ষে রাজধানীতে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ জামুকার যাচাই-বাছাইয়ে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সুপারিশ, অন্তর্ভুক্ত হচ্ছে নতুন ১১২ জন যাচাই-বাছাইয়ে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সুপারিশ, অন্তর্ভুক্ত হচ্ছে নতুন ১১২ জন মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মাসুদ খান এর মৃত্যুতে অহিদ উদ্দিনের গভীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

সিলেটের বিয়ানীবাজার মাথিউরা পূর্বের হাজী হাশির খানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ মাসুদ খান আজ ১৫ আগস্ট সোমবার সকাল ৭টায় রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। মাসুদ খান স্ত্রী, আট সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

আগামীকাল মঙ্গলবার রয়্যাল লন্ডন হাসপাতালে দুপুর দেড়টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লন্ডনের ফরেস্ট গেট উডগ্রেঞ্জ কবরস্থানে দাফন করা হবে। মরহুম মাসুদ খান একজন মানবদরদী ও অত্যন্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের সিলেটে তিনি হাজার, হাজার মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন। মরহুম মাসুদ খান সিলেট ও লন্ডনে বহু মসজিদ স্থাপনসহ নানা ধরনের জনহিতকর সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, আলহাজ্ব মাসুদ খান বিয়ানিবাজারের দেউলগ্রামের লন্ডনপ্রবাসী বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সভাপতি, লিবডেমের রেডব্রিজ স্থানীয় শাখার নির্বাহী সদস্য ও লেখক আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের আপন খালাতো ভাই। মাসুদ খানের মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব মাসুদ খান শুধুমাত্র আমার খালাতো ভাই-ই ছিলেন না, তিনি লন্ডনে আমার অভিভাবকও ছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি সবসময় আমার ও আমার পরিবারের খোঁজ-খবর রাখতেন। অহিদ উদ্দিন মরহুমের রুহের মাগফেরাৎ কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com