ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিজিএমইএ’র মেম্বার এনামুল হক সবুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোরাল প্রাসাদে ৯৬ বয়সে মৃত্যুবরণ করেন। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটলো।
শোক বার্তায় এনামুল হক সবুজ বলেন, বংশানুক্রমে সিংহাসন পেলেও রাণী দ্বিতীয় এলিজাবেথ তার দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন নির্ভুলতার সঙ্গে। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে অনেক রাজা-রানির মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়। রানি দ্বিতীয় এলিজাবেথের আত্নার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।