1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হত্যাকারীর গ্রেপ্তারে এক সপ্তাহেও অক্ষমতার তীব্র নিন্দা ধীপ চন্দ্র দাস হত্যাকাণ্ড: ফ্লোর ম্যানেজারসহ গ্রেপ্তার ১০ ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ঘোষণা: ভোট ১২ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস শুরু, রমজানের প্রস্তুতির ক্ষণগণনা শুরু সৌদি আরবের তাবুক ও হাইল অঞ্চলে বিরল তুষারপাত, শীতকালীন আবহাওয়ায় ব্যতিক্রমী দৃশ্য ইরানি তেল পরিবহনের অভিযোগে আরও ২৯ জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড সন্ত্রাসী হামলায় নিহত শরিফ ওসমান হাদির মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোক ও প্রতিক্রিয়া

ইরানে শত শত স্কুলছাত্রীকে বিষপ্রয়োগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

ইরানের এক উপমন্ত্রী গতকাল রোববার জানিয়েছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পানাহির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ বলছে, কোমের স্কুলে শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনার পর জানা গেছে কিছু লোক স্কুলে শিক্ষার কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছেন, বিশেষ করে মেয়েদের স্কুল।

স্থানীয় রিপোর্ট বলা হয়েছে, গত বছরের শেষ নভেম্বর থেকে দক্ষিণ তেহরানের কোমে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগের তথ্য আসতে শুরু করে। এদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইআরএনএ জানিয়েছে, তবে এই বিষয়টি গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে। অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকরা শহরের প্রশাসনের বাইরে যখন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যার দাবিতে বিক্ষোভে নামেন।

এরপরের দিন সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, শিক্ষামন্ত্রী এবং গোয়েন্দারা এই বিষয়ের তদন্ত করছেন। এই নিয়ে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাশা আমিনি। এরপর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা কয়েক মাসের বিক্ষোভে শতশত বিক্ষোভকারী দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন বলে অভিযোগ উঠে।

এমন ঘটনার মধ্যই দেশটিতে স্কুলছাত্রীদের বিষপ্রয়োগের ঘটনা ঘটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com