ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস দেশে আগ্রাসন শুরু করেছে। দেশি-বিদেশি অর্ধশতাধিক চক্র রয়েছে এর নেপথ্যে। দক্ষিণ এশিয়ার মাদকের রাজধানী খ্যাত মিয়ানমারের সান স্টেট থেকে সাত আন্তর্জাতিক রুট হয়ে কমপক্ষে ২০টি পয়েন্ট দিয়ে তা দেশে প্রবেশ করছে। ১১টি অভ্যন্তরীণ রুট হয়ে ক্রিস্টাল মেথের চালান ছড়িয়ে পড়ছে দেশে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে ক্রিস্টাল মেথ পাচারের আদ্যোপান্ত। মাদকনিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘ক্রিস্টাল মেথের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুট চিহ্নিত করতে কাজ চলছে। এরই মধ্যে কিছু রুট চিহ্নিত করা হয়েছে। রুট চিহ্নিত করার পর এ বিষয়ে পুরোদমে কাজ শুরু করা হবে।’ মাদকনিয়ন্ত্রণ অধিদফতরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এর আগে ক্রিস্টাল মেথসহ গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন সোর্সের পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক পাচারের রুটগুলো চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মাদক পাচারের হোতাদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যেও ক্রিস্টাল মেথ পাচারে তাদের সম্পৃক্ততা উঠে এসেছে। এসব পাচারকারীর প্রত্যেকের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।’বিস্তারিত