1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্দোলন: ঐক্য পরিষদের কর্মসূচি স্থগিত চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ তারেক রহমানের সাথে আসছে পোষ্য বিড়াল ‘জেবু’ তারেক রহমানের ফ্লাইটে কেবিন ক্র আওয়ামীপন্থী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ধানের শীষে নির্বাচনী মাঠে শহিদ হাদির হত্যায় পলাতকরা কোথায় থাকুক না কেন, ন্যায়বিচার নিশ্চিত হবে : ইশরাক হোসেন চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতের ঘটনা, যুবক গুরুতর আহত সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা নিহতদের জানাজা সম্পন্ন ইনকিলাব মঞ্চ মুখপাত্র হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মিরপুরে এনসিপির ছয় নেতাকর্মীর ওপর হামলা, একজনের অবস্থা গুরুতর

দুই সিটিতেও গাজীপুরের ভয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

আগামীকাল ১২ জুন বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন। এ দুই সিটিতেও ক্ষমতাসীন আওয়ামী লীগ গাজীপুরের ভরাডুবির আতঙ্কে রয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দৃশ্যমান সর্বশক্তি নিয়োগের পরও আওয়ামী লীগের সৎ, সজ্জন হিসেবে পরিচিত প্রার্থী আজমত উল্লা খান হেরে গেছেন। দলটির নেতারা বলছেন, গাজীপুরের মতো বাকি চার সিটিতেও সুষ্ঠু নির্বাচন হবে। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী ও খুলনায় ক্ষমতাসীন দলের অবস্থান ভালো হলেও বরিশালে ততটা সুবিধাজনক নয়। জানা গেছে, গাজীপুরের মতো বরিশালে ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকলেও দলে আছে দ্বন্দ্ব-বিভেদ। পাশপাশি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করীম শক্তিশালী প্রার্থী। এমন বাস্তবতায় ঐক্যবদ্ধ হতে না পারলে গাজীপুরের মতো বরিশালেও পরাজয় ঘটতে পারে আওয়ামী লীগের, ডুবতে পারে নৌকা।

এ নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বরিশালের সন্তান জাহাঙ্গীর কবির নানক। দলের পক্ষে বরিশালে কেন্দ্রীয় প্রচার কমিটিতেও রয়েছেন তিনি। বরিশাল সিটিতে এবার বর্তমান মেয়র সাদিক আব্দুুল্লাহর বদলে মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য রূপ পেয়েছে। সাদিক আব্দুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিপুল সংখ্যক অনুসারী রয়েছে তার। তার বাবা আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাকেই কেন্দ্রীয় প্রচার প্রতিনিধি দলের প্রধান করা হয়েছে। তিনি ভাইকে নিয়ে একাধিক দলীয় কর্মসূচিও পালন করছেন; করেছেন কোলাকুলিও, তবে আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে, এ বিভেদ মেটার নয়। বরিশালের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী নেতাকর্মী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক নেতাকর্মীরা খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিচ্ছেন, কিন্তু বরিশালের প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা কম। এক সময় তিনি যুবলীগের সদস্য থাকলেও পরবর্তী সময়ে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে যান। এদিকে চাচা-ভাতিজার মন কষাকষির পাশাপাশি ছাত্রলীগের সাবেক প্রভাবশালী কয়েকজন নেতার বিরোধিতাও এখন বরিশালের মানুষের মুখে মুখে। সাদিক আব্দুল্লাহর অনুসারীরা প্রথম দিকে নির্বাচনি মাঠে না থাকলেও এখন দৃশ্যমান। তবুও সংশয় রয়েই যায় যে, তারা আদৌ আন্তরিকভাবে কাজ করবেন কি-না। কেননা, সাদিক চাচার পক্ষে ঢাকা থেকে বৈঠকে যোগ দিলেও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দুই পক্ষ আলাদা কর্মসূচি পালন করে। এতে সংঘর্ষের ঘটনাও ঘটে, মামলা হয়। এর আগে খোকনের মনোনয়ন ঘোষণার পরও এক দফা সংঘর্ষ হয়। তখন থেকে কিছু নেতাকর্মী এখনও জেলে রয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com