1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বাংলাদেশ প্রতিদিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র সুরক্ষায় একসঙ্গে কাজ করছি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪৪ বার দেখা হয়েছে

রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির ১২ কংগ্রেসম্যান প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশ সম্পর্কে যে নোট দিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার গত মাসে প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি দেন। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তি-স্থিতি সুরক্ষায় শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের প্রসঙ্গ ছাড়াও নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশকে উন্নয়নের মডেলে পরিণত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত ও আইনের শাসনের ক্ষেত্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। সামগ্রিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রেখেই রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার নীতিতে অবিচল রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় মহলবিশেষের প্ররোচনায় মার্কিন কংগ্রেসম্যানরা বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে কোনো খোঁজখবর না নিয়ে একতরফা অভিযোগ উত্থাপনের মাধ্যমে প্রকারান্তরে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো আচরণ করছেন বলে বাইডেনকে অবহিত করা হয়। বাংলাদেশি-আমেরিকানরাও কংগ্রেসম্যানদের নোটের ভাষায় খুশি হননি। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সিটিজেন ও গণমাধ্যমকর্মী হিসেবে বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি তথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে ৫ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক লাবলু আনসারকে তাঁর চিঠির জবাবে লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের পৃথিবী এখন একটি পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে। বৃহৎ বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com