রাজধানীর মিরপুরে একটি বাসায় থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই গৃহকর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) প্রায় এক বছর ধরে তাকে বিয়ের আশ্বাসে ও জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হতো। বাসা থেকে বের হতে দিত না।
সর্বশেষ গত ১৫ জুন রাত ২টায় তাকে ধর্ষণ করে আকাশ। কৌশলে ১৭ জুন ওই বাসা থেকে পালিয়ে যান কিশোরী। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে থানায় মামলা নেওয়া হয়।
অভিযুক্ত আকাশ পলাতক আছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান।