1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হত্যাকারীর গ্রেপ্তারে এক সপ্তাহেও অক্ষমতার তীব্র নিন্দা ধীপ চন্দ্র দাস হত্যাকাণ্ড: ফ্লোর ম্যানেজারসহ গ্রেপ্তার ১০ ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ঘোষণা: ভোট ১২ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস শুরু, রমজানের প্রস্তুতির ক্ষণগণনা শুরু সৌদি আরবের তাবুক ও হাইল অঞ্চলে বিরল তুষারপাত, শীতকালীন আবহাওয়ায় ব্যতিক্রমী দৃশ্য ইরানি তেল পরিবহনের অভিযোগে আরও ২৯ জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড সন্ত্রাসী হামলায় নিহত শরিফ ওসমান হাদির মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোক ও প্রতিক্রিয়া

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ার বড়ইতলী এলাকায় দুইজনের মৃত্যু হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (৩০) ও মেয়ে মাহিয়া (১২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন. পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতরা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

অন্যদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, চকরিয়ার বড়ইতলী এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই এলাকা দুর্গম হওয়ায় পুলিশের টিম যেতে সময় লাগছে।

বড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান বলেন, টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তারপরও আমরা খবর নিচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com