1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হত্যাকারীর গ্রেপ্তারে এক সপ্তাহেও অক্ষমতার তীব্র নিন্দা ধীপ চন্দ্র দাস হত্যাকাণ্ড: ফ্লোর ম্যানেজারসহ গ্রেপ্তার ১০ ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ঘোষণা: ভোট ১২ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাস শুরু, রমজানের প্রস্তুতির ক্ষণগণনা শুরু সৌদি আরবের তাবুক ও হাইল অঞ্চলে বিরল তুষারপাত, শীতকালীন আবহাওয়ায় ব্যতিক্রমী দৃশ্য ইরানি তেল পরিবহনের অভিযোগে আরও ২৯ জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড সন্ত্রাসী হামলায় নিহত শরিফ ওসমান হাদির মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোক ও প্রতিক্রিয়া

লোহাগাড়ায় বন্যায় ভেসে ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

টানা বর্ষণের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার রুপ দেখেছে চট্টগ্রামের লোহাগাড়াবাসী। তবে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করেছে। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বন্যার পানির স্রোতে ভেসে নিহত হয়েছেন চারজন।

বিধ্বস্ত হয়েছে হাজারের অধিক ঘরবাড়ি। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মৎস প্রকল্প ও পুকুর। ভেঙ্গে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট।

বন্যার পানিতে ভেসে নিহতরা হলেন- বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপজেলার আমিরাবাদের জুনাইদুল ইসলাম জারিফ (২২) একই ইউনিয়ের চট্টলা পাড়ার কৃষক আসহাব উদ্দিন, জলিল নগরের শামসুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (১৯) ও অটোচালক আবদুল মাবুদ (৫০)। তাদেরকে বিভিন্ন সময় পৃথক স্থান হতে উদ্ধার করে নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গেল কয়েক যুগেও এমন বন্যার রুপ দেখেনি এ উপজেলাবাসী। রেকর্ড বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন তারা। এদিকে অতিবর্ষণের কারণে পানি বৃদ্ধি পেয়ে এ উপজেলা দিয়ে প্রবাহিত খরস্রোতা ডলু খাল, হাঙ্গর, টঙ্কাবতী ও হাতিয়ার খালের ভাঙনে প্রত্যেকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিধ্বস্ত হয়েছে হাজারের অধিক ঘরবাড়ি। কিছু কিছু এলাকায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, পুকুর, মৎস্য প্রকল্প ডুবে বের হয়ে গেছে মাছ। ফলে মৎস্য প্রকল্পের মালিকদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিছু এলাকা।

তিনদিন বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিলো, তবে এখন চালু করা হয়েছে। একদিকে থৈ-থৈ পানি অপরদিকে টানা বিদ্যুৎ না থাকায় চার্জ শেষ হয়ে মোবাইল ফোন বন্ধ, ঘর থেকে বের হতে না পারা সবমিলিয়ে এক মানবিক বিপর্যয়ে পড়েছিল কিছু কিছু এলাকার মানুষ। তবে সবকিছু এখন স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে শুরু থেকেই বন্যা কবলিত মানুষকে সহায়তা ও নিরাপদ আশ্রয়ে ফিরে আনতে কাজ করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, বন্যার পানির স্রোতে ভেসে বিভিন্ন সময় পৃথক স্থানে চারজন নিহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com