বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক, সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর কথা হয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
ব্রিকস সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অল-সাউদ, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা রোজ আলুপ্পোসহ, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাচিনতো নাইওসিরসহ বিভিন্ন দেশের নেতার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তাঁর আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরস্পরের খোঁজখবর নেন।বিস্তারিত