1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

র‍্যাব পরিচয়ে যুবককে বাস থেকে নামিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় র‍্যাব পরিচয়ে ছিনতাইকারীরা এক যুবককে বাস থেকে তুলে নিয়ে মারধরের পর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে পুলিশের ধাওয়ায় পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ভাঙ্গার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম আতিকুর রহমান (৩০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বগাইল গ্রামের খবির শেখের ছেলে। আতিকুর ভাঙ্গার পুখুরিয়ার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত। ছিনতাইকারীদের মারধরে আহত হয়ে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংকের ভাঙ্গা শাখা থেকে এজেন্ট ব্যাংকের জন্য ১০ লাখ সাড়ে ৮ হাজার টাকা তুলে একটি লোকাল বাসে ভাঙ্গা থেকে পুখুরিয়ায় যাচ্ছিলেন। পুখুরিয়া বাসস্ট্যান্ডের আগে একটি পেট্রলপাম্পের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে তিন-চারজন ব্যক্তি নেমে ওই বাসে উঠে নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে জানায়, বাসে একজন আসামি আছে। এ কথা বলার পর তাঁকে (আতিক) বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করলেও র‍্যাবের পরিচয় দেওয়ায় কেউ এগিয়ে আসেননি।

আতিকুর রহমান আরও বলেন, মাইক্রোবাসে তোলার পর তাঁর চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে ওই ব্যক্তিরা। এরপর তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া এলাকায় নিয়ে তাঁকে গাড়ি থেকে ফেলে দেয় এবং গাড়ি নিয়ে পদ্মা সেতুর দিকে চলে যায়। পরে তিনিসহ এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান।

ভাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানায়, পুলিশের ধাওয়ায় ছিনতাইকারীরা দ্রুত পালাতে গিয়ে পদ্মা দক্ষিণ থানার নাওডোবা এলাকার ন্যাশনাল ব্যাংক-সংলগ্ন সরু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে একটি অর্জুন গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। পুলিশের পৌঁছানোর আগে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে পালিয়ে যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এজেন্ট ব্যাংকের কর্মী আতিকুল আলম

ঘটনার প্রত্যক্ষদর্শী নাওডোবা এলাকার সুমন শেখ জানান, হঠাৎ পদ্মা সেতু সংযোগ সড়ক থেকে দ্রুতগতির একটি গাড়ি সরু সড়কে এসে গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি থামার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরের লোক পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে গাড়িটি জব্দ করে। পরে পদ্মা দক্ষিণ থানা-পুলিশের সহযোগিতায় ভাঙ্গা থানা-পুলিশ গাড়িটি উদ্ধার করে। গাড়ির ভেতরে সেনাবাহিনী ও বেসরকারি একটি টেলিভিশনের (সময়) লোগোযুক্ত স্টিকার পাওয়া যায়। গাড়িটি তল্লাশি করে ১ হাজার টাকার ১৫টি ও ২০০ টাকার ৯টি জাল নোট, ১০ টাকার নোটের ৮টি বান্ডিলে ৮ হাজার আসল টাকা ও ১০০ টাকার কিছু খুচরা নোট পাওয়া যায়। পরে গাড়িটি পুলিশ ভাঙ্গা থানায় নিয়ে আসে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ছিনতাইয়ের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তাঁরা ফোর্স নিয়ে গাড়িটিকে ধাওয়া করেন। পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশের সহযোগিতায় গাড়িটি জব্দ করতে পারলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি। ছিনতাইকারীদের কবলে পড়া ব্যক্তি হাসপাতাল থেকে ফিরলে কত টাকা খুইয়েছেন জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com