আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেকটা বেকায়দায় পড়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দলীয়ভাবে এ নির্বাচন বর্জন করলেও তৃণমূলের অনেকেই ভোট করতে আগ্রহী। ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট। এর মধ্যে বিএনপির ৪৫ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। যেসব জেলায় নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের সঙ্গে কেন্দ্র থেকে যোগাযোগ করে জেলার শীর্ষ নেতাদের মাধ্যমে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ সময় পর্যন্ত দলটি দেখতে চায় মনোনয়নপত্র জমা দেওয়া নেতারা কী করেন। এ নির্দেশনা অমান্য করে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেসব নেতার নামের তালিকা কেন্দ্রে পাঠাতে তৃণমূলকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপি নেতাদের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে দলটির একাধিক শীর্ষ নেতা জানান, বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত যারা অমান্য করে নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সদস্যসচিব ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেন, ‘আমরা আশাবাদী যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সবাই দলীয় সিদ্ধান্ত মেনে ২২ এপ্রিলের আগেই তা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।বিস্তারিত