উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এমপি-মন্ত্রীদের পরিবারের সদস্য, স্বজনদের কড়া বার্তা দেওয়া হয়েছে। দলীয় প্রধানের বার্তা পেয়ে কিছু আত্মীয়স্বজন প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। কিছু জায়গায় থাকছেন। এ অবস্থায় কিছু এমপি-মন্ত্রী পড়েছেন দোটানায়। কারণ আত্মীয়স্বজনরা কথা শুনছেন না, আবার দলীয় প্রধানের নির্দেশনাও রাখতে পারছেন না। ফলে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় অনেক এমপির ক্ষেত্রে। উপজেলা ভোটে দলের নির্দেশনার পর এমপি-মন্ত্রীদের আগামীর রাজনীতিতে প্রভাব পড়বে। কারণ দলীয় প্রধানের বার্তা না শুনলে তালিকা করে রাখা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক তাঁর নির্বাচনি এলাকার ধনবাড়ী উপজেলা নির্বাচনে প্রার্থী করেন খালাতো ভাই হারুনুর রশিদ হিরাকে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন স্থানীয় নেতারা। গতকাল ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বেলা ১১টার দিকে অনির্ধারিত এক আলোচনা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। আত্মীয়স্বজনকে প্রার্থী না করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, খালাতো ভাইকে প্রার্থী করা আবদুর রাজ্জাক যুক্তি তুলে ধরেন হারুনুর রশিদ হিরা উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি খালাতো ভাই।বিস্তারিত