1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মচারীদের আন্দোলন: ঐক্য পরিষদের কর্মসূচি স্থগিত চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ তারেক রহমানের সাথে আসছে পোষ্য বিড়াল ‘জেবু’ তারেক রহমানের ফ্লাইটে কেবিন ক্র আওয়ামীপন্থী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ধানের শীষে নির্বাচনী মাঠে শহিদ হাদির হত্যায় পলাতকরা কোথায় থাকুক না কেন, ন্যায়বিচার নিশ্চিত হবে : ইশরাক হোসেন চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতের ঘটনা, যুবক গুরুতর আহত সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা নিহতদের জানাজা সম্পন্ন ইনকিলাব মঞ্চ মুখপাত্র হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মিরপুরে এনসিপির ছয় নেতাকর্মীর ওপর হামলা, একজনের অবস্থা গুরুতর

নয়াপল্টনে ছাত্রদলের পদ-বঞ্চিতদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

ডিজিটাল ডেস্ক

 

 

নয়াপল্টনের বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী। পদ বঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে মিছিল শ্লোগানসহ রাজপথ প্রকম্পিত করেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বিক্ষোভ-মিছিল শুরু করেন পদবঞ্চিতরা। দ্রুত তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবি জানান।

শতাধিক পদবঞ্চিত ছাত্রনেতা ৭১ হোটেলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়াার উদ্দেশ্যে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল সহকারে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর সাথে তার দপ্তরের সাক্ষাৎ করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত ২৬০ সদস্য বিশিষ্ট ঢাউস কমিটির অনিয়ম ও অসংগতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন নির্যাতিত জেল খাটার বঞ্চিত বিক্ষুব্ধ ছাত্রদল নেতৃবৃন্দ তাদের মনের ক্ষোভ ও হতাশা আবেগ এবং নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদবঞ্চিতদের আশ্বস্ত করে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়ে কমিটির সংহতিগুলো প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

এসময়ে পদবঞ্চিতদের মধ্য্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির শাহ পাটোয়ারী, জিহাদুল ইসলাম রঞ্জু, এস এম মাহমুদুল হাসান রনি, জহির হাসান মোহন, মারজুক আহমেদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাাদক শরিফুল ইসলাম শরীফ, মুজাহিদুল ইসলাম, নাইম মাহমুদ, রুবেল হোসেন, লিটন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো:মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক কামাল( সজীব হাওলাদার), সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, জিএম রাকিব হাসান রকি, রনি হাওলাদার, মো: মানিক ভূইয়া, নজরুল ইসলাম রাঢ়ি, কাজী সাইমন সিরাজী, সাবেক সহ-অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি তাজবিউল হাসান, সাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দিন, শেরে বাংলা থানা ছাত্রদল সাবেক সভাপতি মহসিন শেখ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সম্পাদক ফজলে রাব্বি হƒদয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নাসিমুল গনি মননসহ ছাত্রনেতা মো: পলাশ আকন, শাকিল আহমেদ রানা, কাজী সাইমন সিরাজী, তাজবিউল ইসলাম, ইশতিয়কি রাব্বি প্রমুখ।

পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২৮ অক্টোবরের পর রাজপথে থাকা অসংখ্য ছাত্রনেতা বাদ দিয়েছে রাকিব-নাছির কমিটি।

পরিকল্পিতভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল মেরে সেটি পদবঞ্চিতদের ঘাঁড়ে চাপানো হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে পদনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রামে থাকার ঘোষণা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com