1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স কলার হাটে ট্রাক দুর্ঘটনায় চার ব্যবসায়ী নিহত, একজন গুরুতর আহত শাহজাদপুরে নবজাতক হত্যার অভিযোগ, মা-পরিবার আত্নগোপনে প্রধান বিচারপতির নির্দেশে অধস্তন আদালতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ সারাদেশে রাষ্ট্রীয় শোক চলাকালে টাঙ্গাইলের ভূঞাপুরে শব্দদূষণকারীদের জরিমানা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার সঙ্গে সংযোগ বৃদ্ধিতে মনোনিবেশ করবেন মাহফুজ আলম নুরুল হক নুরের সম্পদ ও আয় প্রকাশিত হলফনামা জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা-৪ আসনে প্রার্থী হাসনাতের সম্পদ ঘোষণা ভারতের সঙ্গে জামায়াতের গোপন বৈঠক নিয়ে তারেকের মন্তব্য

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।

 

 

এর আগে, হতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।’
তিনি আরো জানান, পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা বিশেষ বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন।

 

৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একইসঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তাও অবহিত করবেন।

 

 

ব্রিফিংয়ে বলা হয়, এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন।

তার আগে সোমবারের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেয়ার জন্য ডাকা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com