1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থাইল্যান্ডের বিমান হামলায় সীমান্ত উত্তেজনা তীব্র, যুদ্ধবিরতি হুমকির মুখে নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কওমি সনদধারীদের নতুন যোগ্যতা অন্তর্ভুক্ত বিএনপি নেতাদের বক্তব্যে ধর্মীয় বিভাজন প্রসঙ্গ ও রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা ডিইউজে নেতৃত্বকে গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান গাজা ভূখণ্ডের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে ব্লেয়ার–নেতানিয়াহুর গোপন বৈঠক বিদ্যুৎ উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কেরানীগঞ্জের বিস্তৃত এলাকায় দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণহানি বৃদ্ধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার ছাড়িয়েছে ভোজ্যতেলের নতুন মূল্য সমন্বয় আজ থেকে কার্যকর বিএনপির সমাপনী কর্মসূচিতে তারেক রহমানের বক্তব্যে দুর্নীতি দমন ও গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর

বাংলাদেশের ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্যপদ লাভের সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৩৩ বার দেখা হয়েছে

বাংলাদেশের ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্য পদ লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। আবেদন পাওয়া সাপেক্ষে ওর্য়াল্ড স্কিল ইন্টারন্যাশনাল বাংলাদেশকে সদস্য পদ প্রদান করবে। শীঘ্রই বাংলাদেশ এ সংস্থার সদস্যপদ লাভের জন্য আনুষ্ঠানিক আবেদন করবে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০১৯ এ অংশগ্রহণে বাংলাদেশের প্রস্তুতি শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ-এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্থাটির প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি বলেন, বাংলাদেশ সদস্যপদ লাভের জন্য আবেদন করলে বাংলাদেশ হবে সংস্থাটির ৭৮তম সদস্য দেশ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সংস্থার ৪৪তম প্রতিযোগিতার আগেই বাংলাদেশ সদস্যপদ লাভ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তৃতায় শ্রম সচিব বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর সদস্য লাভের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে।
সংস্থাটি দু’বছর অন্তর সদস্য দেশগুলোকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। রাশিয়ার কাজানে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ৪৫ তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে কর্মশালায় জানানো হয়। বাংলাদেশে ১৫-১৯ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। এ কর্মক্ষম জনগোষ্ঠীকে বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনসম্পদে পরিণত করে জাতীয় ও আন্তর্যাতিক চাহিদা পূরণ করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সম্ভব। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ। এ ধরনের কর্মশালা বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতিকে এগিয়ে নেবে।
গতকাল রাতে ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট মিঃ সাইমন বার্টলি একদিনের সফরে বাংলাদেশে আসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com