1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

গ্রীসে প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৬১ বার দেখা হয়েছে

গত ১১ এপ্রিল সন্ধ্যায় গ্রীসের এথেন্সে অবস্থিত দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণের জন্য সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছে। তিনি প্রবাসীদের ‘সোনার ছেলে’ হিসেবে আখ্যায়িত করে রেমিটেন্স প্রেরণে তাদের অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বিমান বন্দরে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন, বিমান বন্দরে এম্বুলেন্স সার্ভিস চালু, প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী সন্তান কোটায় ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি প্রবাসী কর্মীদের বীমার আওতায় আনাসহ প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আবাসন সুবিধার্থে যে সকল জেলায় কর্মী গমন সংখ্যা বেশি সে সব জেলায় পর্যায়ক্রমে আবাসন প্রকল্প করার পরিকল্পনা সরকারের রয়েছে।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে একটি নাটিকা (ভিডিও) প্রদর্শন করে। উল্লেখ্য, এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথমবারের মতো রেমিটেন্স সম্মাননা প্রদান করেন। সভায় মন্ত্রী রেমিটেন্স সম্মাননাপ্রাপ্ত প্রবাসীদের সাথে পরিচিত হন।
গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসমি উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com