রাজধানী ডেস্ক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ–১) প্রকল্পের আওতায় সম্পন্ন কাজগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে। ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের জারি করা অফিস আদেশে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, ‘নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ–১)’ শীর্ষক প্রকল্পের আওতায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া কাজের মান, নকশা ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, কমিটি প্রকল্পের সড়ক ও ড্রেনেজের কাজ অনুমোদিত ড্রইং অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করবে। এ ছাড়া তারা সরেজমিন পরিদর্শন, তদারকি এবং প্রয়োজনীয় অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।
ডিএনসিসি সূত্রে আরও জানা যায়, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে উক্ত প্রকল্পের পরিচালককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮টি ওয়ার্ডের প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। কমিটির অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী।
প্রকল্পটির মাধ্যমে নব অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নাগরিক ভোগান্তি কমানো ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন শেষে এলাকাগুলোর সড়ক যোগাযোগ সহজতর হওয়ার পাশাপাশি বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থাও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্প সূত্র জানায়, কাজের গুণগতমান নিশ্চিত করতে যাচাই-বাছাই কমিটি সরেজমিন পর্যবেক্ষণ ছাড়াও প্রয়োজনীয় কারিগরি তথ্য সংগ্রহ করবে। এর মাধ্যমে কাজের ধারা, উপকরণের মান এবং নির্ধারিত সময়সীমায় কাজ সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করা হবে।
ডিএনসিসি কর্মকর্তারা জানান, প্রকল্পের এই প্রথম ধাপের সফল বাস্তবায়ন পরবর্তী ধাপে বৃহত্তর অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তি তৈরি করবে। সিটি কর্পোরেশন আশা করছে, এই উদ্যোগে নতুন সংযুক্ত এলাকাগুলোর নগর সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং স্থানীয় বাসিন্দারা উন্নত সড়ক ও ড্রেনেজ সুবিধা পাবেন।