শিক্ষা ডেস্ক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ঘোষণা করেছে যে ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অগ্রহণযোগ্য বা বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা এই সময়সীমার মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবে। সময়সীমার পর কোনো অবস্থাতেই নিবন্ধনের সুযোগ প্রদান করা হবে না। নথিভুক্তকরণ সম্পন্ন না হলে দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়াও, অন্যান্য বোর্ড থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে বোর্ড শিক্ষার্থীদের সুষ্ঠু ও সময়মতো শিক্ষাগত কার্যক্রম নিশ্চিত করতে চায়।
এর আগে, ৮ম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়া এবং শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সুবিধার্থে বর্তমান সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এই সময়সীমা বৃদ্ধি শিক্ষার্থীদের যথাযথভাবে তাদের শিক্ষাগত অধিকার নিশ্চিত করার সুযোগ প্রদান করবে। বোর্ডের কর্মকর্তারা মনে করাচ্ছেন যে, সময়মতো নিবন্ধন সম্পন্ন না হলে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বাধাগ্রস্ত হতে পারে।
এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কার্যক্রমকে সমন্বয় করার পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার দিকে গুরুত্ব আরোপ করেছে। ফলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী পরিচালনার দায়িত্ব আরও সুসংহত ও নিয়ন্ত্রিত হবে।