শিক্ষা ডেস্ক
শনিবার রাত ১২টার দিকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কলেজের প্রবেশদ্বারে ছাত্রশিবিরের সদস্যরা অবস্থান করছেন। শান্তি বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।