1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জামায়াতে ইসলামীর তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে  রুমিন ফারহানার  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ডিএমপি নির্দিষ্ট এলাকা ও ড্রোন নিষেধাজ্ঞা জারি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত ঘোষণা দৃশ্যম ৩: গুরুত্বপূর্ণ চরিত্র থেকে সরে গেলেন অক্ষয় খান্না আহমেদ শরীফের সভাপতি পদে প্রার্থী হওয়ার ভাবনা, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন আলোচনা অভিনেত্রী আফসান আরা বিন্দুর বিচ্ছেদ: ব্যক্তিগত জীবন নিয়ে নতুন অধ্যায় মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার আগামী শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান বিএনপি কিছু আসন সমমনা দলগুলোর নেতা-নেত্রীদের জন্য  ছেড়ে দিচ্ছে

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ১৫০ মিলিয়ন ডলার অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাংক বাংলাদেশে নিম্নআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার (১৫০.৭৫ মিলিয়ন) অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার বিশ্বব্যাংক অফিস থেকে জানানো হয়েছে, এই অর্থায়ন মূলত নারী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যবহৃত হবে।

অতিরিক্ত অর্থায়ন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পের আওতায় করা হয়েছে। এর মাধ্যমে পূর্বে নির্ধারিত ২ লাখ ৩৩ হাজার সুবিধাভোগীর পাশাপাশি আরও ১ লাখ ৭৬ হাজার তরুণকে সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি (Apprenticeship), উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ সুবিধা পাবেন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত ডিরেক্টর গেল মার্টিন বলেন, “একটি ভালো চাকরি একটি জীবন, একটি পরিবার এবং একটি সমাজকে বদলে দিতে পারে। প্রতি বছর বাংলাদেশে অনেক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত কাজ পাচ্ছে না। এই অতিরিক্ত অর্থায়ন নিম্নআয়ের পরিবারগুলোর তরুণদের, বিশেষ করে নারীদের বাজার-চাহিদা অনুযায়ী দক্ষতা এবং সম্পদ অর্জনে সহায়তা করবে।”

প্রকল্পের টিম লিডার অনিকা রহমান বলেন, “RAISE প্রকল্প ইতোমধ্যে প্রমাণ করেছে, লক্ষ্যভিত্তিক সহায়তা তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে। নতুন এই অর্থায়নের মাধ্যমে আমরা মানসম্মত শিশু যত্নের মতো উদ্ভাবনী সমাধান যুক্ত করছি, যা নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে।”

বিশ্বব্যাংক জানিয়েছে, প্রকল্পটি শহরের বাইরে গ্রামীণ পর্যায়েও বিস্তৃত করা হবে। বিশেষ করে বাড়িতে মানসম্মত ও সাশ্রয়ী শিশু যত্ন সেবা চালুর লক্ষ্যে নারীদের প্রশিক্ষণ ও স্টার্ট-আপ অনুদান প্রদান করা হবে। এটি একদিকে যেমন নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে, অন্যদিকে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও বিকাশে ভূমিকা রাখবে।

প্রকল্পের অংশ হিসেবে নিয়োগকর্তাদের সঙ্গে চাকরিপ্রার্থীদের সংযোগ ঘটাতে জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজনও করা হবে। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই ইতিবাচক ফলাফল দেখিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ৮০ শতাংশেরও বেশি শিক্ষানবিশ কোর্স শেষ করার তিন মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন। এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি করোনা-ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা এবং ২ লাখ ৫০ হাজারেরও বেশি বিদেশ ফেরত অভিবাসীকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com