জাতীয় সংসদের ‘সংসদ কমিটির ১১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংগ্রহ করে মানিক মিয়া এভিনিউস্থ সংসদ সদস্য ভবনের লিফটগুলো দ্রুত পরিবর্তনের সুপারিশ করে। এছাড়া, সংসদ চলাকালীন এবং বিশেষ অনুষ্ঠানের সময়ে শুধু ৭নং গেইট দিয়ে যানবাহন বর্হিগমনের সুপারিশ করে।
বৈঠকে সংসদ সদস্য ভবনে যেসকল সংসদ সদস্য বরাদ্দকৃত বাসায় বসবাস করেন না, তাদের বিষয়ে সংসদ নেতার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য ভবনে অপরিচিত ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য বৈঠকে জনবল বৃদ্ধির সুপারিশ করা হয়।
কমিটি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্ত সদস্য ভবন এলাকায় রাতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির ব্যবস্থা, পারিবারিক অতিথি ব্যতীত অন্য দর্শণার্থীর যাতায়াত নিয়ন্ত্রণ এবং সদস্য ভবন সমূহের ছাদ, অন্য কোনো জায়গায় অবৈধ অবস্থানকারীদের তল্লাশী এবং অপসারণ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে।
বৈঠকে সংসদ-সদস্য ভবনের মেইন গেইটে দর্শনার্থীদের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া পুলিশের বসা বা অপেক্ষা করার জন্য ওয়াশ রুমসহ শেডের ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।
কমিটি সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে স্টিকার বিহীন কোনো গাড়ি প্রবেশ করতে না দেয়া এবং সংসদ-সদস্য ভবনের অভ্যন্তরে গাড়ি প্রবেশের সময় গেইটে আন্ডার ভেহিকেল সার্চ এর মাধ্যমে চেক করা অব্যাহত রাখার সুপারিশ করে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।