ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িকতার ঝাপটা থেকে মুক্ত রেখে একমুখী আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে অনলাইন সংবাদ পোর্টাল শিক্ষাবার্তা ডটকমের প্রথম বর্ষপূর্তি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সাধারণ শিক্ষা, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম- চার ধরনের শিক্ষাপদ্ধতি শিক্ষাকে খ-িত আর শিক্ষার্থীদের বিভক্ত করছে উল্লেখ করে মন্ত্রী একটি সমন্বিত আধুনিক শিক্ষাপদ্ধতির যৌক্তিকতা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র, জাতির চার হাজার বছরের ইতিহাস ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের। আর এজন্য ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িকতার ঝাপটা থেকে শিক্ষাকে মুক্ত রাখতেই হবে।
অনলাইন পোর্টালটির সম্পাদক মো. আসাদুজ্জামান খান সভায় সভাপতিত্ব করেন।