1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন গুগলে সর্বাধিক অনুসন্ধান হওয়া ভারতীয় হিসেবে উঠে এলেন ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সন্ত্রাসী হামলার পেছনের শক্তি প্রকাশের দাবি জামায়াত আমিরের

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ১৪০ বার দেখা হয়েছে

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেব। তাদেরকে অভিনন্দন জানাব। যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসুন আমরা সকলে মিলে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর মাদ্রাসা মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) কোনো ইয়াবা-মাদকের ফ্যাক্টরি না থাকে। এ বিষযে ভারত সরকারের কাছ থেকে আশ্বাস আমরা পেয়েছি তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের যুবক আমাদের ভবিষ্যৎ। কেউ যেন সীমান্তে ইয়াবা ফ্যাক্টরি, ফেন্সিডিলের ফ্যাক্টরি করে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে।
আত্মসমর্পণকারী মাদক কারবারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে অন্ধকার জীবনে ছিলেন সে জীবন শান্তি দেয় নাই। আজকে যে পথে এসেছেন সে পথ আপনাদেরকে শান্তি দেবে। ভালোবাসা দেবে। মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চান তাদেরকে পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে ওই ইউনিয়নের ২২২ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান স্বপনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রাসেদুল কাওছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
সমাবেশে মাদক ছেড়ে সুপথে ফেরায় আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com