শিক্ষা ডেস্ক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে যে, ‘গণভোট-২০২৬’ বিষয়ক প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। সম্প্রতি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘গণভোট-২০২৬’ সম্পর্কিত কার্যক্রমের জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলার দপ্তর প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ বাস্তবায়ন এবং প্রক্রিয়াগত রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে ই-মেইল (adgeneraldpe@gmail.com) মারফত পাঠান।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সরাসরি প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এছাড়া, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে সমন্বিতভাবে গণভোট বিষয়ক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।
অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সকল দপ্তর প্রধানদের সরকারি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে গণভোট-২০২৬ বিষয়ক প্রচারণা চালাতে হবে। প্রচারণার ছবি ও ভিডিওতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক, মেয়র বা বিভাগীয় কমিশনারদের ট্যাগ করার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ে ‘গণভোট-২০২৬’ বিষয়ক ব্যানার প্রদর্শন এক কার্যদিবসের মধ্যে নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমাজে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তাদের কার্যকর ভূমিকা রাখার জন্য প্রস্তুত করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ পদক্ষেপ দেশের শিক্ষাক্ষেত্রে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে। বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়িত হলে উপজেলা থেকে জেলা পর্যায়ে শিক্ষকদের মাধ্যমে জনগণকে গণভোটের গুরুত্ব সম্পর্কে তথ্য দেওয়া সহজতর হবে।
সূত্র: বাসস